Friday, July 11, 2025
Homeরাজনীতিচাঁদাবাজি-সিন্ডিকেট চলছে আগের মতোই, কুষ্টিয়ায় সারজিস আলমের বক্তব্য

চাঁদাবাজি-সিন্ডিকেট চলছে আগের মতোই, কুষ্টিয়ায় সারজিস আলমের বক্তব্য

"চাঁদাবাজি, সিন্ডিকেট, কালো টাকার ব্যবসা চলছে আগের মতোই, শুধু ভাগের অনুপাত বদলেছে"—বললেন সরজিস আলম

রাজনীতিবিদরা একদিকে বড় বড় বক্তব্য দেন, আবার অন্যদিকে পর্দার আড়ালে সমঝোতায় যান—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল শাখার প্রধান সংগঠক সারজিস আলম।

বুধবার রাত ১০টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “আগের মতোই চলছে চাঁদাবাজি, সিন্ডিকেট, ভূমি দখল, মাদকের কারবার এবং কালো টাকার বিশাল ব্যবসা। শুধু ভাগের অনুপাতটা বদলেছে।”

তিনি আরও বলেন, “রাজনীতিবিদরা সামনে এসে আবেগঘন বক্তব্য দেন। কিন্তু ভিতরে ভিতরে চলে গোপন সমঝোতা, যেখানে তারা একসঙ্গে ব্যবসা পরিচালনা করেন। ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে অপসারণ করেছি। যে লড়াই আমরা শুরু করেছি, তা শহীদদের প্রতি আমাদের অঙ্গীকার রক্ষার অংশ। আমাদের ভয় পাওয়ার কিছু নেই—কাউকে, কোনো গোষ্ঠীকে বা বিশেষ কোনো দলকে নয়।”

নিজের বক্তব্যে তিনি রাজনৈতিক শুদ্ধতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “যে কেউ যদি লক্ষ্যচ্যুত হয়, ভুল পথে হাঁটে, কিংবা অন্যায় কাজে যুক্ত হয়—তাকে প্রতিরোধ করতে হবে, সে যে-ই হোক না কেন।”

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতার সময় তিনি রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ ও জনসাধারণের প্রত্যাশার মধ্যে দ্বন্দ্বের দিকটি তুলে ধরেন।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সারজিস আলমের এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন করে আলোচনা তৈরি করতে পারে।

RELATED NEWS

Latest News