ঢাকা, ৩০ মে, ২০২৫ (ডেপ্রবা) : জাতীয় পার্টিকে গণতন্ত্রের সঙ্গে দীর্ঘ প্রতারণার অভিযোগ এনে দলটির বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এক দলীয় সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ দাবি জানান।
তিনি বলেন, “জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে।” তার মতে, দলটি বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং আজও সেই আচরণ থেকে বেরিয়ে আসেনি।
আখতার হোসেন বলেন, “জাতীয় পার্টির কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণ আর এই প্রতারণার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না।”
সভায় আরও উল্লেখ করা হয়, “আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে প্রশ্নবিদ্ধ ও নিষিদ্ধ করা হচ্ছে, তেমনি পাতানো নির্বাচনে প্রতারণামূলক অংশগ্রহণ করে জাতীয় পার্টিও গণতন্ত্রকে ধ্বংস করেছে। এ কারণে দলটিকে বিচারের আওতায় আনতে হবে।”
জাতীয় পার্টির অনুশোচনার অভাবের দিকটিও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “জাতীয় পার্টি আজও জাতির কাছে দুঃখপ্রকাশ করেনি। তাদের ভেতরে ন্যূনতম অনুশোচনাবোধ নেই। তারা ক্ষমা প্রার্থনা না করেই রাজনীতিতে টিকে থাকতে চাচ্ছে।”
আখতার হোসেন সাফ জানিয়ে দেন, “যারা স্বেচ্ছায় এখনো জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করে নাই, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার কোনো মানে হয় না। জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ—গণতন্ত্র ধ্বংসের দায়ে সবাইকে জনগণের সামনে জবাবদিহির আওতায় আনতে হবে।”
সভা শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা দেশের গণতান্ত্রিক কাঠামো রক্ষায় সচেতন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে এবং জনগণের প্রতিনিধিত্বহীন সব শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলবে।