জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল না এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় আনা। বরং আন্দোলনের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি নতুন, গণতান্ত্রিক এবং সাম্যের বাংলাদেশ গড়ে তোলা।”
শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ‘জুলাই পদযাত্রা’ প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র ও চার্টার নিয়ে ইচ্ছাকৃত বিলম্ব ও অজুহাত তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে, জুলাই ঘোষণার কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। কিন্তু এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করতেই হবে।”
তিনি আরও বলেন, “আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। দিনাজপুরের তরুণরা প্রতিবাদে যে ত্যাগ স্বীকার করেছে, তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র।”
তিনি অভিযোগ করেন, “পুরনো ফ্যাসিবাদী কাঠামো ও দুর্নীতির নেটওয়ার্ক টিকিয়ে রাখার চেষ্টা চলছে, যা জনগণের চাওয়ার পরিপন্থী।”
নাহিদ জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন ২০২৪ সালের মতোই নতুন রাষ্ট্র গঠনের দাবিতে বড় আকারে জনমত তুলে ধরা হবে।
এর আগে, তিনি ও দলের কেন্দ্রীয় নেতারা আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমরা আমাদের দাবি বাস্তবায়নে এগিয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক যেভাবে ২০২৪-এর আন্দোলনে সফল হয়েছিলাম।”
এনসিপি’র পক্ষ থেকে দাবি করা হয়, অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনে আন্দোলন চলমান থাকবে দেশের ৬৪ জেলায়।