প্রকাশ্যে বদলি আদেশ ছিঁড়ে ফেলার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন করে যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন—ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সিফাত-ই-মরিয়ম, ট্যাক্স জোন ৮–এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল, ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া এবং খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা শফিউল বশার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মকর্তারা বদলি আদেশ ছিঁড়ে ফেলার মতো অশোভন আচরণ করেছেন, যা প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে শৃঙ্খলা পরিপন্থী। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের সবাইকে অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) করা হয়েছে।
বরখাস্ত থাকাকালীন তারা নির্ধারিত ভাতার আওতায় থাকবেন বলেও জানানো হয়েছে।
এর আগে একই কারণে আরও আটজন এনবিআর কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। ফলে এখন পর্যন্ত বরখাস্তের সংখ্যা দাঁড়াল ১৪ জন।
জানা গেছে, সম্প্রতি বদলি আদেশের বিরুদ্ধে একদল কর্মকর্তা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদে নামেন। তারা দাবি করেন, বদলি আদেশগুলো প্রতিশোধমূলক ও অন্যায়ভাবে জারি হয়েছে। এ বিষয়ে আলোচনার বদলে খোলামাঠে দাঁড়িয়ে বদলিপত্র ছিঁড়ে প্রতিবাদ জানানো হয়।
এই ঘটনা ঘটে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনের সামনের সড়কে। ঘটনাটিকে কেন্দ্র করে প্রশাসন ও রাজস্ব বিভাগের মধ্যে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকার শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।