বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বাধ্যতামূলক অনলাইন আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন এই শ্রেণি যুক্ত হওয়ায় এখন মোট পাঁচটি শ্রেণি অনলাইন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকছে। বাকি চারটি শ্রেণি হলো—৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রযোজ্য সনদ দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে রিটার্ন জমা দেওয়া আইনগত প্রতিনিধি।
গত ৩ আগস্ট সরকার সকল ব্যক্তিগত করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করে। ৪ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হয়। তবে নতুন নির্দেশনায় অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা চাইলে অনলাইনেই রিটার্ন জমা দিতে পারবেন।
আদেশে আরও বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের ক্ষেত্রে কারও প্রযুক্তিগত জটিলতা দেখা দিলে এবং তিনি অব্যাহতি তালিকাভুক্ত না হলে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে বৈধ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের নির্দেশে ওই করদাতারা কাগজে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।