Monday, July 14, 2025
Homeজাতীয়সারা দেশে ‘জুলাই স্মারক’ নির্মাণ শুরু, স্মৃতি সংরক্ষণে সরকারের বিশেষ উদ্যোগ

সারা দেশে ‘জুলাই স্মারক’ নির্মাণ শুরু, স্মৃতি সংরক্ষণে সরকারের বিশেষ উদ্যোগ

আগামী ৪ আগস্টের মধ্যে ৬৪ জেলায় একযোগে স্মারক নির্মাণের লক্ষ্যে যাত্রা শুরু, গণভবনে উদ্বোধন হবে ‘জুলাই স্মারক জাদুঘর’

জুলাই বিদ্রোহের শহীদদের স্মরণে সারা দেশে একযোগে ‘জুলাই স্মারক’ নির্মাণ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ ঘোষণা দেন।

তিনি জানান, “আজ থেকে দেশের ৬৪টি জেলায় একযোগে জুলাই স্মারক নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী ৪ আগস্টের মধ্যে এই নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

ফারুকী বলেন, “এই স্মারক নির্মাণের উদ্দেশ্য হলো, যারা জুলাই বিদ্রোহে প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতি সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আত্মত্যাগ সম্পর্কে সচেতন করা।”

তিনি আরও বলেন, “এই আন্দোলন ও ত্যাগ আমাদের গণতান্ত্রিক ইতিহাসের অংশ। আমাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ প্রজন্মকে এর গুরুত্ব বুঝিয়ে তোলা।”

নারায়ণগঞ্জে স্মারক নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই শহরটি জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এদিকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জুলাই বিদ্রোহে অংশ নেওয়া নারীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “প্রত্যেক নারীর নাম এবং অবদান সরকারিভাবে স্বীকৃতি পাবে।”

গণভবনে স্থাপিত জুলাই স্মারক জাদুঘরটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে জানিয়ে তিনি বলেন, “তবে এখনই এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে না। কিছু প্রস্তুতি এখনও বাকি রয়েছে।”

এছাড়াও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন সোনিয়া মুরশিদ জানান, জুলাই নারীদের পূর্ণ তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, ‘জুলাই কন্যা’ নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীর ক্ষমতায়নেও কাজ করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

উল্লেখযোগ্যভাবে, জুলাই বিদ্রোহ স্মরণে এ বছর দেশজুড়ে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ প্রেস সচিব আজাদ মজুমদার।

RELATED NEWS

Latest News