দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার থেকে জাটকা (২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ) ধরায় দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
এই নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ের মধ্যে জাটকা ধরা, পরিবহন, বাজারজাত, কেনা-বেচা ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
নিষেধাজ্ঞার কার্যক্রম তদারকি করছে মৎস্য অধিদপ্তর।
এর আগে চলতি বছরের ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হয় “ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫”, যাতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জোর দেওয়া হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঐ সময়ে মা ইলিশ যে ডিম ছাড়ে, তা থেকে ফোটা পোনা এখন উপকূলীয় নদী ও মোহনায় বিচরণ করছে। এই পোনাগুলো নিরাপদে বেড়ে উঠতে পারলে ইলিশের মোট উৎপাদন আরও বাড়বে।
মৎস্য সংরক্ষণ ও রক্ষা (সংশোধিত) অধ্যাদেশ ২০২৫ এবং মৎস্য সংরক্ষণ ও রক্ষা বিধিমালা ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা, বা উভয় দণ্ড হতে পারে।
নিষেধাজ্ঞা কার্যকরে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড, নদী পুলিশ, র্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
