জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর পর্দা নামছে আজ শনিবার সিরাজগঞ্জ ও দিনাজপুরের বহু প্রতীক্ষিত ফাইনাল দিয়ে। কামালাপুরের বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ২টা ৪৫ মিনিটে। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথমবার দুটো দলই ফাইনালে উঠল।
৩০ আগস্ট মুন্সিগঞ্জ বনাম মাদারীপুর ম্যাচ দিয়ে শুরু হওয়া এই আসরে ১১ নভেম্বর প্রথম সেমিফাইনালে দিনাজপুর ৩-২ ব্যবধানে চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। পরদিন ১২ নভেম্বর দ্বিতীয় সেমিতে সিরাজগঞ্জ ২-০ গোলে যশোরকে হারায়। ফলে উত্তরাঞ্চলের দুই জেলার মধ্যে শিরোপা লড়াই নিশ্চিত হয়েছে।
ফাইনালের আগের দিন শুক্রবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন ও শাখাওয়াত হোসেন ভুইয়াঁন শাহিনসহ দুই দলের কোচ ও অধিনায়ক উপস্থিত ছিলেন।
দিনাজপুরের কোচ শামীম আহমেদ বলেন, আমরা শহর ছাড়াও গ্রাম থেকে খেলোয়াড় বাছাই করে দল গড়েছি। সিরাজগঞ্জ শক্ত প্রতিপক্ষ, তবু ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী। অধিনায়ক মাসুদ রানা বলেন, হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট আমাদের অনেক কিছু শিখিয়েছে।
সিরাজগঞ্জের কোচ মহব্বত আলম বলেন, ৩৯ বছর পর আমরা ফাইনালে। বহু চ্যালেঞ্জ জয় করে এখানে এসেছি, এবার শিরোপাই লক্ষ্য। অধিনায়ক মিলন জানান, আমাদের দলে অনেক জুনিয়র খেলোয়াড়। হোম অ্যান্ড অ্যাওয়ে ছিল কঠিন, তবে এখন আমরা ফাইনালে। ৮ থেকে ১০টি বাসে সমর্থকরা আসছেন, সবাই পাশে থাকুন।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি থাকবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নাজরুল ইসলাম। আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
