জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ।
কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে অংশগ্রহণ করেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণজাগরণে প্রাণ হারানো শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিনকে “জুলাই শহিদ দিবস” হিসেবেও স্মরণ করা হয়।
গত ১৪ দিনে কমিশন যেসব ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে, সেগুলোর অগ্রগতি ও আলোচনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
কমিশন জানায়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে বিভিন্ন প্রস্তাব ও নীতিগত দিক নিয়ে আলোচনা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জুলাই মাসের মধ্যেই “জুলাই সনদ” নামে একটি নীতিগত দলিল চূড়ান্ত করতে কমিশন আগামী সপ্তাহে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে।
এই সনদ রাজনৈতিক সংকট নিরসনে ভবিষ্যৎ পথনির্দেশিকা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।