জাতীয় ঐকমত্য কমিশন শনিবার বিশেষজ্ঞদের নিয়ে আরেকটি বৈঠক করেছে। বৈঠকে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।
সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এ বৈঠকের কথা কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম এ মতিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
আলোচনায় বিশেষজ্ঞদের কমিশনের পূর্ববর্তী বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া মতবিনিময়ের সংক্ষিপ্তসার তুলে ধরা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, পরামর্শ ও উদ্বেগ বিস্তারিতভাবে জানানো হয়।
পরে বিশেষজ্ঞরা সনদ বাস্তবায়নের সম্ভাব্য কৌশল ও প্রক্রিয়া নিয়ে তাদের মতামত দেন। তাদের বিশ্লেষণ ও পরামর্শের ভিত্তিতে কমিশন রাজনৈতিক দলগুলোর অবস্থান ও দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এসব মতামত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে বিবেচনা করা হবে।
বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. ইমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও মো. আয়ুব মিয়া উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দারও বৈঠকে অংশ নেন।