Monday, July 7, 2025
Homeজাতীয়জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন

চেয়ারম্যান হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস, ১ জুলাই থেকে শুরু স্মরণানুষ্ঠান

জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে একটি ৩৬ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী থাকবেন অনুষ্ঠান সমন্বয়কারীর দায়িত্বে। এছাড়া সরকারের অন্যান্য উপদেষ্টারা সদস্য হিসেবে থাকবেন।

কমিটিতে আরও রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য হিসেবে রয়েছেন আবদুল মুইদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক ও ড. ইফতেখারুজ্জামান।

সাথে থাকছেন মন্ত্রিপরিষদ সচিব বা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং পররাষ্ট্র সচিব।

এই স্মরণানুষ্ঠান শুরু হবে ১ জুলাই এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত, অর্থাৎ ৩৬ দিনব্যাপী এই কর্মসূচি পালিত হবে।

অনুষ্ঠানের সূচনা হবে ১ জুলাই শহিদদের স্মরণে প্রার্থনা ও দোয়ার মাধ্যমে। দেশব্যাপী মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে এই কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক চেতনাকে নতুনভাবে উদযাপন করা হবে।

সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে এমন একটি কর্মসূচির ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও এই স্মরণানুষ্ঠান ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

RELATED NEWS

Latest News