শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার রাতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফিল্ডিং করতে গিয়ে বাউন্ডারির ধারে ডাইভ দেওয়ার সময় পুরনো কোয়াড ইনজুরিতে আবার পড়েন তিনি।
চোট পাওয়ার পর শান্তকে স্পষ্টতই অস্বস্তিতে দেখা যায় এবং তিনি এরপর আর মাঠে ফেরেননি। ম্যাচের বাকি সময়ে তার পরিবর্তে অন্য ফিল্ডার দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা দৈনিক সানকে জানান, “শান্তকে বিশ্রামে রাখা হয়েছে এবং বরফ সেঁক দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তিনি পর্যবেক্ষণে থাকবেন।”
চলতি বছর শান্ত একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন এবং কিছু সময় মাঠের বাইরে ছিলেন। ফলে ফের চোট পাওয়ায় তৃতীয় ওয়ানডেতে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিসিবির মেডিকেল টিম রোববার শান্তকে পুনরায় মূল্যায়ন করবে। এরপর ক্যান্ডিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশ দল এরইমধ্যে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। শান্তের ইনজুরি দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।