Thursday, July 10, 2025
Homeরাজনীতিচুয়াডাঙ্গায় এনসিপির সমাবেশে ভারত ও সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গায় এনসিপির সমাবেশে ভারত ও সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম

যুবসমাজ আর আগ্রাসন মেনে নেবে না, রাজনীতিতে দায়িত্বশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বুধবার “জাতি গঠনের জুলাই মার্চ” কর্মসূচির নবম দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের যুবসমাজ আর কোনো ধরনের আগ্রাসন ও আধিপত্য মেনে নেবে না।

এক সড়ক সভায় বক্তব্যে তিনি বলেন, “গত ৫৪ বছর ধরে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের জনগণকে দমন করে আসছে। শেখ হাসিনাই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, আর ভারত খুনিদের আশ্রয় দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, ভারতও আজ বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারত এ সত্য ভুলে গেলে চলবে না।”

তিনি আরও বলেন, এনসিপি দায়িত্বশীলতার সঙ্গে তার রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “নতুন সংবিধান প্রণয়নের আগে কোনো গণপরিষদ নির্বাচন হতে পারে না। আমরা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, তারা দেশকে নতুন দিশায় নিতে চাই।”

তিনি ভারত সরকারকে উদ্দেশ করে বলেন, “আপনাদের বাংলাদেশি জনগণের কাছে জবাবদিহি করতে হবে। মোদি সরকারকে বলছি, শেখ হাসিনাকে ফিরিয়ে দিন।”

আখতার হোসেন আরও বলেন, “শেখ হাসিনার মতো কোনো একনায়ক আর যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, বাংলাদেশকেন্দ্রিক রাজনীতি গ্রহণ করুন।”

উল্লেখ্য, এনসিপির “জুলাই মার্চ” কর্মসূচি মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া থেকে কর্মী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন। এই মার্চের মাধ্যমে দলটি দেশে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গণতান্ত্রিক আন্দোলনের বার্তা পৌঁছাতে চায় বলে জানানো হয়েছে।

RELATED NEWS

Latest News