Saturday, June 21, 2025
Homeঅর্থ-বাণিজ্যআবারও দুষ্কৃতকারীদের দখলে ‘নগদ’, গভীর উদ্বেগে বাংলাদেশ ব্যাংক

আবারও দুষ্কৃতকারীদের দখলে ‘নগদ’, গভীর উদ্বেগে বাংলাদেশ ব্যাংক

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত:
১৮ মে ২০২৫, ০৯:০২
বাণিজ্যিক ডেস্ক

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ওপর আবারও নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (১৭ মে) বিকেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগদে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যে ব্যক্তি নিয়োগ পেয়েছেন, তিনি বাংলাদেশ ব্যাংকের দায়ের করা একটি আর্থিক জালিয়াতির মামলার আসামি। এই নিয়োগকে বেআইনি ও গুরুতর উদ্বেগজনক বলে উল্লেখ করেন মুখপাত্র।

আরিফ হোসেন খান জানান, এর আগে নগদের পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাপক অনিয়মে জড়িত ছিলেন। কোটি কোটি গ্রাহকের অর্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক তখন প্রতিষ্ঠানটির ওপর সাময়িক নিয়ন্ত্রণ নেয়। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আইনজীবী অনুপস্থিত থাকার সুযোগে আদালত থেকে অস্থায়ী স্থগিতাদেশ আদায় করে আগের পক্ষ। সেই সুযোগে একজন আসামিকে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া আইটি বিভাগ নিয়ন্ত্রণে নিয়ে এখন ‘নগদ’ কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের তথ্য ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেন মুখপাত্র। তিনি বলেন, “আমরা গভীর উদ্বেগে আছি, পূর্বের মতোই হয়তো আবার অর্থ তছরুপ এবং বেআইনি কার্যক্রম শুরু হতে পারে।”

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামিরা এখনো ধরা পড়ছে না কেন? বিষয়টি উদ্বেগজনক।”

সংবাদ সম্মেলনে ডাক বিভাগের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আরিফ হোসেন খান। তার প্রশ্ন, “ডাক বিভাগকে লাইসেন্স দেওয়া হয়েছিল নগদ পরিচালনার জন্য। তারা কীভাবে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দিল?”

প্রসঙ্গত, আগামী ১৯ মে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে ‘নগদ’-সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরে পরিচালিত একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে এ ধরনের সংকট দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এখন নজর থাকবে ১৯ মে’র আদালতের রায়ের দিকেই।

RELATED NEWS

Latest News