সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি মাঠে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে রংপুর বিভাগের দাপটে কোণঠাসা ঢাকা বিভাগ। দ্বিতীয় দিনের খেলা শেষে রংপুর এগিয়ে রয়েছে ৮৭ রানে, হাতে রয়েছে আরও দুই উইকেট।
ঢাকা প্রথম ইনিংসে ২২১ রান তুলেছিল। জবাবে প্রথম দিন রংপুরের সংগ্রহ ছিল ৬৫ রান দুই উইকেটে। দ্বিতীয় দিনে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন নাঈম ইসলাম। অভিজ্ঞ এই ব্যাটার খেলেন এক অনবদ্য সেঞ্চুরি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় রংপুরের পক্ষে।
নাঈম ২২১ বল খেলে অপরাজিত থাকেন ১১১ রানে, তার ইনিংসে ছিল ১৬টি চারের শট। পঞ্চম উইকেটে তানভির হায়দারের সঙ্গে তার ৮৮ রানের জুটি দলকে লিড এনে দেয়। তানভির করেন ৪৫ রান।
এছাড়া আব্দুল্লাহ আল মামুন ৩৭, আবু হাসিম ২৮ এবং আলাউদ্দিন বাবু ২১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ঢাকার বোলারদের মধ্যে রিপন মণ্ডল নেন ৩ উইকেট ৫৪ রানে। সালাউদ্দিন সাকিল ও তাইবুর রহমান তুলে নেন ২টি করে উইকেট।
নাঈমের এই ইনিংস রংপুরকে শক্ত অবস্থানে এনে দিয়েছে। তৃতীয় দিনে তারা কতদূর লিড বাড়াতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
