জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হালনাগাদ সূচি অনুযায়ী এবারের মৌসুমে ঢাকা মেট্রোর পরিবর্তে মাঠে নামবে নতুন এই দলটি।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী জানান, ঢাকা মেট্রোর হয়ে পূর্বে যারা খেলতেন, তাদের অনেকেই এবার ময়মনসিংহের হয়ে খেলবেন। স্থানীয় ক্রিকেটাররাও দলে অন্তর্ভুক্ত হবেন।
তিনি বলেন, “এটি হবে একটি মিশ্র দল। সময় স্বল্পতার কারণে সিলেক্টররা দুই অঞ্চলের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করবেন।”
২০২৫–২৬ মৌসুমের এনসিএল শুরু হবে ২৫ অক্টোবর এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এ আসরে অংশ নেবে আটটি বিভাগীয় দল—সিলেট, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম এবং নতুন দল ময়মনসিংহ।
ময়মনসিংহ তাদের প্রথম ম্যাচ খেলবে সিলেটের বিপক্ষে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে ২৫ অক্টোবর। নতুন দলের অন্তর্ভুক্তি দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আঞ্চলিক প্রতিনিধিত্ব আরও বিস্তৃত করবে বলে মনে করছে বিসিবি।
এবারের এনসিএলের সব ম্যাচ হবে চার দিনের, যা অনুষ্ঠিত হবে সিলেট, খুলনা, রাজশাহী, কক্সবাজার, বগুড়া ও মিরপুরসহ বিভিন্ন ভেন্যুতে।