শনিবার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল), দেশের প্রধান চারদিনের প্রতিযোগিতা। ঘরের মাঠে আইরিশদের সঙ্গে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট ডিভিশন, গতবারের চ্যাম্পিয়ন, দলের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। দলের ওপেনার জাকির হাসান এবং পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসাইনও প্রথম রাউন্ডে নিজের দাবির জন্য মাঠে নামবেন।
টেস্ট ওপেনার শাদমান ইসলাম প্রথম রাউন্ডে ঢাকা ডিভিশনের হয়ে খেলবেন। চট্টগ্রাম ডিভিশনকে প্রতিনিধিত্ব করবেন মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান এবং হাসান মুরাদ।
নজমুল হোসাইন শান্ত দ্বিতীয় রাউন্ড থেকে রাজশাহী ডিভিশনের হয়ে খেলবেন। মেহেদী হাসান মিরাজও খুলনা ডিভিশনের হয়ে ওপেনিং ফিক্সচারের পর মাঠে নামবেন।
রাজশাহীর ফাস্ট বোলার নাহিদ রানা প্রথম রাউন্ড মিস করবেন তার মাতার অসুস্থতার কারণে। তবে তিনি দ্বিতীয় রাউন্ডে ফিরবেন।
চার মাসের বিরতির পর বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটে ফিরছে, নির্বাচকরা প্রথম রাউন্ডের পারফরম্যান্স ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।
