মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গৌগাছিয়া ইউনিয়নে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প শিগগিরই স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দুর্গম এলাকায় নবনির্মিত ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা। আল্লাহর কৃপায় আপাতত এটি অস্থায়ী হলেও শিগগিরই স্থায়ী করা হবে বলে আশাবাদী।
তিনি জানান, ইতিমধ্যেই ক্যাম্পকে স্থায়ী করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে এটি স্থায়ী আউটপোস্ট হিসেবে কাজ শুরু করবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে সমস্যাহীন অবস্থা নেই, তবে চ্যালেঞ্জের মধ্য দিয়েই কাজ করতে হয়। সরকারের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা।
সম্প্রতি পুলিশের টহল স্পিডবোটে হামলার ঘটনায় তিনি বলেন, নায়ন ও পিয়াশ নামের দুই আসামি প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে। তবে তারা ফিরলে কেরানীগঞ্জ কারাগার ছাড়া অন্য কোনো জায়গা তাদের জন্য থাকবে না।
স্থানীয় বাসিন্দারা নতুন পুলিশ ক্যাম্পকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, পুলিশের উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে ভয়ে থাকা কিছু পরিবার ইতিমধ্যেই ঘরে ফিরতে শুরু করেছে। অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধও কমেছে।
উপদেষ্টা আশ্বাস দেন, গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীরা আইনের আওতায় আসবে।
মুন্সিগঞ্জের অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত এক বছরে হত্যা ও ডাকাতির ঘটনা আগের বছরের তুলনায় কমেছে। তিনি বলেন, দুর্গম ও অপরাধপ্রবণ এলাকায় আরও পুলিশ ক্যাম্প ও আউটপোস্ট স্থাপন করলে অপরাধ আরও কমানো সম্ভব।
উল্লেখ্য, গৌগাছিয়ার এই অস্থায়ী পুলিশ ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে চালু হয় গত ২২ আগস্ট।