Saturday, October 25, 2025
Homeজাতীয়নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন অধ্যাপক ইউনুস

নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন অধ্যাপক ইউনুস

ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য মাচাদোর সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসা করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ ইউনুস ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে অধ্যাপক ইউনুস বলেন, “ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার সাহসী সংগ্রামের জন্য মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি তাঁর প্রিয় দেশ ও জনগণের স্বাধীনতা ও ন্যায়ের জন্য নিরলসভাবে লড়েছেন।”

ইউনুস আরও বলেন, “মাচাদো নানা নিপীড়ন ও বাধা সত্ত্বেও অবিচল থেকেছেন। তাঁর দৃঢ়তা ও সাহস ভেনেজুয়েলার মানুষের জন্য এক অনুপ্রেরণা।”

আরো পড়ুন: ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার

বিবৃতিতে তিনি নোবেল কমিটির উদ্ধৃতি দিয়ে বলেন, “গণতন্ত্র টিকে থাকে তাদের মাধ্যমে যারা চুপ করে না থেকে এগিয়ে আসে, ভয়-ভীতিকে উপেক্ষা করে কথা বলে এবং স্বাধীনতার মূল্যকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয়।”

অধ্যাপক ইউনুস বলেন, “তিনি (মাচাদো) একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। তাঁকে আবারও অভিনন্দন জানাই।”

RELATED NEWS

Latest News