বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা সরকারের ঘোষিত ৫ শতাংশ গৃহভাড়া ভাতা (অথবা ন্যূনতম ২,০০০ টাকা) প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত “অপর্যাপ্ত ও অন্যায্য।”
২০ শতাংশ গৃহভাড়া ভাতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
অষ্টম দিনের অনশন কর্মসূচি
রবিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন তারা।
সেখান থেকেই শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেন — দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে অনশন মিছিল।
অর্থ বিভাগে প্রজ্ঞাপন জারি
দিনের শুরুতে অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে বলা হয়, “বাজেট সীমাবদ্ধতার কারণে” ৫ শতাংশ বা ন্যূনতম ২,০০০ টাকার গৃহভাড়া ভাতা অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন নিয়ম শাখার উপসচিব মরিয়ম মিতু।
শিক্ষকদের প্রতিক্রিয়া
শিক্ষকরা জানান, তারা ২০ শতাংশ ভাতা ছাড়া আন্দোলন শেষ করবেন না।
তাদের দাবি, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও বেতন কাঠামোর বৈষম্যের কারণে ৫ শতাংশ বৃদ্ধি বাস্তবসম্মত নয়।