বেতনভাতার তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা সোমবার দুপুর ২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনকারীরা টানা চতুর্থ দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন।
শিক্ষকদের দাবিগুলো হলো:
মৌলিক বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা
১,৫০০ টাকা চিকিৎসা ভাতা
৭৫ শতাংশ উৎসব ভাতা
অবরোধকারীরা জানান, সরকার তাদের দাবি পূরণে উদ্যোগ না নিলে দেশের প্রতিটি শিক্ষক রাস্তায় নামবেন এবং সারাদেশে অচলাবস্থা সৃষ্টি করবেন।
এক ঘণ্টার আল্টিমেটাম শেষে শাহবাগে মার্চ
এর আগে বিক্ষোভকারীরা সরকারকে এক ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন তাদের দাবি পূরণের ঘোষণা দিতে। সময়সীমা পেরিয়ে গেলে শিক্ষকরা শাহবাগ অভিমুখে মিছিল করে গিয়ে চারদিকের সড়ক অবরোধ করেন।
গত তিন দিন ধরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান
শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব মঙ্গলবার রাতে আন্দোলনের সংগঠক প্রধান অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির সঙ্গে ফোনে যোগাযোগ করে দাবি ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেন।
কিন্তু অধ্যক্ষ আজিজি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “শিক্ষকরা এখনই তাদের দাবি বাস্তবায়ন চান। সামান্য কম বা বিলম্বিত বাস্তবায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”