Thursday, July 17, 2025
Homeরাজনীতিবিভাজন নয়, ঐক্য চাই: একটি গর্বিত বাংলাদেশ গড়ার আহ্বান মঈন খানের

বিভাজন নয়, ঐক্য চাই: একটি গর্বিত বাংলাদেশ গড়ার আহ্বান মঈন খানের

একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের আহ্বান বিএনপি নেতার, জামায়াত ও এনসিপিকে কটাক্ষ

দেশে চলমান বিভাজন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে সবাইকে ঐক্যের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, “আমি শুধু তাদের বলব—সঠিক পথে ফিরে আসুন, সেই পথই বাংলাদেশকে আবার গর্বিত ও মর্যাদাবান দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।”

বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভাটি বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চলমান ‘মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে আয়োজন করা হয়।

মঈন খান বলেন, যারা বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষা ব্যবহার করছেন, তারা জনগণের কাছে আদরণীয় নন। বরং তারা বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, “আমাদের বুঝতে হবে কেন এই ধরনের অশালীন মন্তব্য করা হচ্ছে, কে বা কারা এর পেছনে রয়েছে। তাদের চিহ্নিত করে দায়িত্বে আনা দরকার। ঘৃণা ও বিভেদ ছড়ানো বন্ধ করে দেশের ১৮ কোটি মানুষকে ভালোবাসতে শিখুন। তাহলেই বিভাজনের অবসান ঘটবে।”

সাম্প্রতিক নানা ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে উল্লেখ করে ড. মঈন বলেন, এসব ঘটনাগুলো প্রকৃতপক্ষে জনমানুষের অভিব্যক্তি কি না, নাকি কোনো নাটকীয় প্রযোজনা—তা খতিয়ে দেখা জরুরি।

গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “আমরা পরিষ্কারভাবে জানাতে চাই—আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে ফেরার একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি স্বৈরাচার চাপিয়ে দিতে চায়, বিএনপি তা মেনে নেবে না।”

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক জামায়াত ও এনসিপিকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, “জামায়াত ও এনসিপি এখন তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমরা জানি, কে কার পেছনে কালো টাকা ঢালছে। আওয়ামী লীগের লোকজন গত ১৬ বছরে এই কালো টাকা বানিয়েছে।”

তিনি দাবি করেন, সেই কালো টাকায় এখন বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। “এই চক্রান্তকারীদের রুখে দিতে হবে,” বলেন তিনি।

ফারুক বলেন, যারা এই মন্তব্য করেছেন, তারা দুঃখ প্রকাশ না করলে পরিণতি ভালো হবে না। এনসিপি ভুল পদক্ষেপ নিচ্ছে, কারণ তারা কিছু চরমপন্থী দলের দ্বারা প্রভাবিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

RELATED NEWS

Latest News