Tuesday, July 1, 2025
Homeখেলাধুলা২২ বছর পর পেশাদার লিগে শিরোপা, ট্রফি উল্লাসে মোহামেডান ক্লাব

২২ বছর পর পেশাদার লিগে শিরোপা, ট্রফি উল্লাসে মোহামেডান ক্লাব

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত:
 ২৪ মে ২০২৫, ৫:১০ এএম
ক্রীড়া প্রতিবেদক


দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষা শেষে ঘরোয়া ফুটবলে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার রাতে মতিঝিলে অবস্থিত ক্লাব প্রাঙ্গণে চ্যাম্পিয়ন ট্রফি পৌঁছালে সমর্থক, খেলোয়াড়, কর্মকর্তা এবং শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে জমে ওঠে বর্ণিল উৎসব।

রাত সাড়ে ৯টার দিকে মোহামেডানের লোগো সম্বলিত গাড়ি ট্রফি নিয়ে ক্লাবে প্রবেশ করতেই করতালির সঙ্গে শুরু হয় স্মোক ফ্লেয়ারের ঝলক। ক্লাব প্রাঙ্গণ আগে থেকেই সাজানো ছিল চ্যাম্পিয়ন ব্যানার, আলোকসজ্জা ও সংগীত দিয়ে।

মোহামেডানের পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ট্রফি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়, যেখানে অংশ নেন দেশি-বিদেশি খেলোয়াড়রাও।

মোহামেডান আগেই লিগ শিরোপা নিশ্চিত করলেও শুক্রবার বাফুফে আনুষ্ঠানিকভাবে ট্রফি হস্তান্তর করে। এই উপলক্ষে ক্লাবের আঙিনায় ছিল আনন্দমুখর পরিবেশ। খেলোয়াড়দের মধ্যে অনেকের মুখে ঈদের আগে বেতন বকেয়া থাকলেও ফুটবল কমিটির চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন কয়েক দিনের মধ্যেই সব পরিশোধ করা হবে এবং বোনাসও ঘোষণা করা হবে।

চ্যাম্পিয়নশিপ ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন আলমগীর, “আমরা আগামী মৌসুমেও শিরোপার লক্ষ্যে দল গড়ব। ক্লাবের নির্বাচন সামনে, কিন্তু লক্ষ্য থাকবে সাফল্য ধরে রাখা।”

ক্লাবের সাফল্যে হকির সুপারস্টার রাসেল মাহমুদ জিমিও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “মোহামেডান সব সময় আমার প্রিয় ক্লাব। দীর্ঘদিন পর ফুটবলে এমন সাফল্য বিশেষ আনন্দের।”

১ জুন ক্লাবে বড় পরিসরে একটি আনুষ্ঠানিক উদযাপন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে অংশ নেবেন সাবেক খেলোয়াড়, কর্মকর্তা ও ভক্তরা।

RELATED NEWS

Latest News