ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বৃহস্পতিবার গ্যাস লাইনের বিস্ফোরণে গুরুতর দগ্ধ এক নারী শুক্রবার সকালে মারা গেছেন। পরুল আক্তার, ৩২, শুক্রবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেনডেন্সি ইউনিটে মৃত্যুবরণ করেন।
ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন শাওন বিন রহমান জানান, পরুলের শরীরের প্রায় ২২ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালীতে আঘাতও ঘটেছিল।
বিস্ফোরণটি বৃহস্পতিবার ভোরে ঢাকা উদ্যান এলাকার একটি আবাসিক বাড়িতে ঘটে। আহত পরুলকে দ্রুত হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগের মাধ্যমে চিকিৎসা শুরু করা হয়।
পরুল আক্তার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার হাওয়া কান্দি গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের মা ছিলেন।