সন্ত্রাসবাদকে মানবতার শত্রু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ত্রিনিদাদ ও টোবাগোর পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গঠনের আহ্বান জানান।
রাজধানী পোর্ট অব স্পেনের ঐতিহাসিক রেড হাউজে দেওয়া বক্তব্যে মোদি বলেন, “সন্ত্রাস মানবতার শত্রু। এই রেড হাউজ নিজেই একসময় সন্ত্রাসের আঘাত সহ্য করেছে, যেখানে নিরীহ রক্ত ঝরেছে। আমাদের সকলেরই উচিত, সন্ত্রাসকে কোনো আশ্রয় বা জায়গা না দেওয়া।”
১৯৯০ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের স্মৃতিবাহী এই রেড হাউজে দাঁড়িয়ে মোদি তার বক্তব্যে সাম্প্রতিক পাহালগামের হামলার প্রসঙ্গও টেনে আনেন, যেখানে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আরও বেশি সংহতি জরুরি।
ভাষণের আরেক অংশে মোদি ভারত ও ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে সম্পর্ককে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং স্বাস্থ্য সঙ্কটের মতো বিষয়গুলো সামনে এনে তিনি বলেন, “বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যে আমূল পরিবর্তন আসছে। মুক্তবাণিজ্য চাপে পড়ছে। এই বাস্তবতায় আমাদের যৌথ অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমাদের দেশ দুটি আয়তনে ও ভৌগোলিকভাবে ভিন্ন হলেও আমাদের মূল্যবোধ একই। আমরা দুটোই গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা সংলাপ, সার্বভৌমত্ব, বহুপাক্ষিকতা এবং মানব মর্যাদায় বিশ্বাস করি। এই সংঘাতপূর্ণ সময়ে আমাদের এই মূল্যবোধে অবিচল থাকা জরুরি।”
মোদি তার বক্তব্যে বর্তমান বৈশ্বিক বিভাজন এবং সংঘাতের সময়েও ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ভারতের মজবুত বন্ধুত্বের কথা উল্লেখ করেন।
এ ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক বার্তা বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে বিশ্লেষকদের মত।