আর্জেন্টিনায় একটি ঐতিহাসিক সফরে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বুয়েনস আইরেসে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, মহাকাশ ও ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়।
৫৭ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে আর্জেন্টিনায় গেলেন। মোদিকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান প্রেসিডেন্ট মিলেই। আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি মধ্যাহ্নভোজেও দীর্ঘ আলোচনা হয় দুই নেতার মধ্যে।
২০২৪ সালে ভারত ও আর্জেন্টিনার মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩৩ শতাংশ বেড়ে ৫.২৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা ভারতকে আর্জেন্টিনার পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করেছে।
ভারতের পক্ষে মোদি বলেন, “বাণিজ্য, কৃষি, প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি সহ নানা ক্ষেত্রে আমরা সম্পর্ক বাড়াতে আগ্রহী। খেলাধুলা ও ওষুধ খাতেও বিশাল সম্ভাবনা রয়েছে।”
দুই দেশের মধ্যে বিদ্যমান ভারত-মারকোসার (MERCOSUR) বাণিজ্য চুক্তি সম্প্রসারণে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন মোদি, যাতে পারস্পরিক সুবিধা ও নতুন সুযোগ সৃষ্টি হয়।
প্রতিরক্ষা খাতে ভারতীয় তৈরি বিভিন্ন প্ল্যাটফর্ম আর্জেন্টিনাকে সরবরাহের প্রস্তাব দেয় ভারত। হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ ও সংস্কারে ভারত সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
ফার্মাসিউটিক্যাল খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ভারত FDA ও EMA অনুমোদিত ওষুধ দ্রুত আমদানির ক্ষেত্রে আর্জেন্টিনার পক্ষ থেকে ‘ফাস্ট ট্র্যাক’ অনুমোদনের প্রতিশ্রুতি আসে।
জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ খাতেও অংশীদারিত্ব গড়ার প্রত্যাশা জানিয়ে মোদি বলেন, “আর্জেন্টিনা ভারতের উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার হতে পারে।” দেশটি শেল গ্যাস ও শেল তেলের বিশাল মজুদের পাশাপাশি প্রচলিত জ্বালানি সম্পদেও সমৃদ্ধ।
ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কয়লাভিত্তিক কোল ইন্ডিয়া ও KABIL ইতোমধ্যে আর্জেন্টিনায় পাঁচটি খনিজ অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করেছে। দুইটি বেসরকারি ভারতীয় প্রতিষ্ঠানও লিথিয়াম খাতে বিনিয়োগ করেছে।
বৈঠকের সময় মোদি কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ভারতের পাশে থাকার জন্য আর্জেন্টিনাকে ধন্যবাদ জানান, যেখানে ২৬ জন সাধারণ মানুষ নিহত হন।
মোদি বর্তমানে পাঁচ দেশের সফরে রয়েছেন এবং আর্জেন্টিনা সফরের পর ব্রাজিল ও নামিবিয়া যাবেন বলে জানানো হয়েছে।
এই সফরকে ভারত-আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।