প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১০:৫৮ পিএম
হবিগঞ্জ প্রতিবেদক
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারে মিতালি পরিবহনের একটি চলন্ত বাস থেকে দুই অচেতন যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে ২৪ মে, শনিবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিতালি পরিবহনের একটি বাস মিরপুর বাজারে এসে গতি কমিয়ে দেয় এবং মুহূর্তেই দুই অচেতন ব্যক্তিকে রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত সেখান থেকে চলে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং পরিচয় জানার চেষ্টা করেন। পরে এক যাত্রীর মোবাইল ফোন থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
চিহ্নিত যাত্রীর নাম শেখ আরিফুর রহমান মিঠু (৪৮)। তার বাড়ি খুলনার খালিশপুরের বৈকালী গ্রামে।
অপর ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারের পর দুইজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের খাওয়ানো খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে ফেলা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেকেই এটিকে “অজ্ঞান পার্টির কাজ” হিসেবে সন্দেহ করছেন।
যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মিতালি পরিবহন ও সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, “এমন ঘটনা আগেও ঘটেছে। কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না।”
এ বিষয়ে এখনো মিতালি পরিবহনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বের করে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। স্থানীয়দের দাবি, মহাসড়কে বাস চলাচলের ওপর নজরদারি এবং যাত্রী নিরাপত্তা জোরদার করা হোক।