বঙ্গোপসাগরে ১৮ জন জেলে নিয়ে মাছ ধরার নৌকা ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। চট্টগ্রামের নয়া ফিশারি ঘাট থেকে ১৩ সেপ্টেম্বর রওনা হওয়া মাছ ধরার নৌকার নাম FB খাজা আজমির।
নিখোঁজ জেলেদের মধ্যে নৌকার মালিক আলী আকবর, ৪৯, হেলমসম্যান আবু তাহের, ৫৫, ক্রু মেম্বার জামাল, ৪৫, এবং কুক রুবেল, ৩৫ শনাক্ত হয়েছে।
২৪ সেপ্টেম্বর আলী আকবারের স্ত্রী সেলিনা আক্তার সদরঘাট নদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি দৈনিক সানের সঙ্গে বলেন, “প্রথমে মনে হয়েছিল সমুদ্রের নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু ১০-১১ দিন অপেক্ষা করার পর কোনো তথ্য না পাওয়ায় আমরা সম্পূর্ণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছি।”
সেলিনা জানান, জিডি দেওয়ার চার দিন পার হলেও স্বামী ও নৌকার ক্রুদের কোনো খোঁজ মেলেনি।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, জেলেদের শেষ পরিচিত অবস্থান মোহেশখালীর মাতারবাড়ি এলাকার কাছাকাছি ছিল। এরপর থেকে তাদের সকল মোবাইল ফোন বন্ধ অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, “নৌবাহিনী, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট নদী পুলিশ কর্তৃপক্ষকে তথ্য জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে এবং দেশের সব থানায় সতর্কতা পাঠানো হয়েছে।”