Saturday, October 25, 2025
Homeরাজনীতিজাতিগত সংখ্যালঘুদের সংস্কৃতি রক্ষায় আলাদা একাডেমি স্থাপনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

জাতিগত সংখ্যালঘুদের সংস্কৃতি রক্ষায় আলাদা একাডেমি স্থাপনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

পরবর্তী নির্বাচনে ক্ষমতায় এলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সব জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেওয়ার ঘোষণা বিএনপি মহাসচিবের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় এলে তাঁর দল এমন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে যেখানে সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায় সক্রিয়ভাবে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য লালন করতে পারবে।

শুক্রবার ঢাকার বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো সম্প্রদায়ের প্রধান উৎসব ওয়াঙ্গালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ফখরুল বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির ‘রেইনবো নেশন’ ধারণা এই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা দেয়।

তিনি বলেন, “বাংলাদেশের সব সম্প্রদায়—বাঙালি, গারো বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী—এই দেশের অবিচ্ছেদ্য নাগরিক। আমরা ক্ষমতায় গেলে সরকারি উদ্যোগে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করব, যার মধ্যে থাকবে ঢাকায় একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং তাদের উৎসবগুলোর সরকারি স্বীকৃতি।”

ফখরুল স্মরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণার মাধ্যমে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় আলাদা বিভাগ গঠনের ঘোষণা দিয়েছিলেন।

তিনি বলেন, “আমি অসুস্থ হলেও আজকের উৎসবে এসে গর্ববোধ করছি। গারো সম্প্রদায়সহ সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি বিএনপির ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। তাদের সমস্যাগুলো আমরা জানি, এবং সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেন, “দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দায়িত্ববোধ রয়েছে। গারোরা দুর্বল নয়, তারা আমাদেরই অংশ।”

বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সেলেহ প্রিন্স বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেই খালেদা জিয়া ও তারেক রহমান মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছেন।

তিনি আরও জানান, আগামী ১৫ নভেম্বর হালুয়াঘাটে ওয়াঙ্গালা উৎসব অনুষ্ঠিত হবে এবং সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

RELATED NEWS

Latest News