Monday, July 7, 2025
Homeখেলাধুলাক্রিকেটদ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, বললেন মিরাজ

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, বললেন মিরাজ

প্রথম ম্যাচের ব্যর্থতার পর দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা

প্রথম ম্যাচে বিপর্যয়ের পর দল নিয়ে আত্মবিশ্বাস হারাননি মেহেদী হাসান মিরাজ। আর সেই বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে দ্বিতীয় ওয়ানডেতে। শনিবার রাতে আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।

ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ বলেন, “আমরা যেভাবে প্রথম ম্যাচে হেরেছিলাম, তা মেনে নেওয়া কঠিন ছিল। তবে আমাদের বিশ্বাস ছিল, আমরা ঘুরে দাঁড়াতে পারব।”

বাংলাদেশ এদিন ২৪৮ রান তুললেও ব্যাটিংয়ে আবারও ধস নামে। তবুও পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়ের অর্ধশতক ছিল বড় দুই ইতিবাচক দিক। মিরাজ জানান, “আমরা ভালো শুরু করেছিলাম। ইমন ও হৃদয় দুজনেই ভালো করেছে। কিন্তু মাঝের ওভারে দ্রুত উইকেট হারানোয় চাপ পড়ে যায়।”

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন তানজিম হাসান সাকিব। শেষদিকে মাত্র ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলকে সম্মানজনক সংগ্রহে নিয়ে যান তিনি। বিশেষ করে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টার্গেট করে আক্রমণাত্মক ব্যাটিং করেন।

মিরাজ বলেন, “তানজিম যেভাবে খেলেছে, সেটা অসাধারণ। তার সেই রানগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ২২০ আর ২৫০ অনেক পার্থক্য তৈরি করে। সবার মধ্যেই আত্মবিশ্বাস ছিল আমরা ঘুরে দাঁড়াতে পারব।”

বোলিংয়ে বাংলাদেশের মূল অস্ত্র ছিল স্পিন আক্রমণ। তানভীর ইসলাম ইনিংসের শুরুতে খরুচে হলেও পরে দুর্দান্ত বোলিং করে তুলে নেন পাঁচ উইকেট। আর দীর্ঘদিন পর দলে ফেরা শামীম হোসেন গুরুত্বপূর্ণ সময়ে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কাকে আউট করে ম্যাচে মোড় ঘুরিয়ে দেন।

মিরাজ বলেন, “এই উইকেটে স্পিনারদের খেলাটা সহজ নয়। শামীম দারুণ বল করেছে। আমি তাকে বলেছিলাম, সঠিক লাইন-লেন্থে বল করলে ব্যাটাররা চাপে পড়ে। আমাদের স্পষ্ট লক্ষ্য ছিল উইকেট নেওয়া, নাহলে ম্যাচ বের করে আনা অসম্ভব হতো।”

মাঝের ওভারগুলোতে তানভীর ও শামীমের চাপ তৈরি করাই ছিল টার্নিং পয়েন্ট। মিরাজ বলেন, “প্রতিটি উইকেটই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে মাঝের ওভারগুলোয় তানভীর ও শামীম যেভাবে বল করেছে, তা ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়।”

জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম দলকে অভিনন্দন জানিয়েছেন। এখন সব নজর সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের দিকে, যেখানে জয় মানেই শ্রীলঙ্কা মাটিতে দুর্দান্ত সিরিজ জয়।

RELATED NEWS

Latest News