ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের মরদেহ পরিবার-পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া আরও ৭টি মরদেহ এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। এর মধ্যে ৬টি মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ সংরক্ষিত রয়েছে এবং একটি মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে রাখা হয়েছে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সেগুলোও স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন: মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২, আইসিইউতে লড়ছে ১৩ শিশু
এদিকে সরকারের জনসংযোগ দপ্তর (পিআইডি) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এখন পর্যন্ত মোট ২৯ জন নিহত হয়েছেন।
সোমবার মাইলস্টোন স্কুল ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে তাৎক্ষণিকভাবে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকেই সরকারি ও বেসরকারি সংস্থাগুলো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
শোকাহত পরিবারের সদস্যদের মধ্যে এখনো অনেকে প্রিয়জনের মরদেহ শনাক্তের অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব সব মরদেহ যথাযথভাবে শনাক্ত করে হস্তান্তরের কাজ সম্পন্ন করা হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের প্রতি সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।