ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (৭ জুন) ঢাকার মেট্রো রেল সেবা বন্ধ থাকবে। ঢাকাবাসীর জনপ্রিয় এ পরিবহন ব্যবস্থা একদিনের জন্য বিরতি নিচ্ছে, যাতে মেট্রো রেলের কর্মকর্তা-কর্মচারীরাও ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।
রবিবার (৮ জুন) সকাল ৮টা থেকে মেট্রো রেল আবারও চালু হবে। এদিন থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন মেট্রো রেল বন্ধ থাকবে।
ঈদুল আজহা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে। কোরবানির পশু জবাই, আত্মীয়স্বজনের মধ্যে মাংস বিতরণ, প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করছেন মুসলমানরা।
প্রতিবছর ঈদের সময় বহু মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে যান। আবার যারা ঢাকায় থাকেন, তারা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান। ঈদের দিনের বিকেলে রাজধানীর অনেকেই নিরিবিলি ঢাকার রাস্তায় হাঁটতে বের হন কিংবা আত্মীয়দের বাড়িতে যান।
সাম্প্রতিক সময়ে নগরবাসীর কাছে মেট্রো রেল এক সময় সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যানবাহন হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ দিনে অনেকেই মেট্রো রেল ব্যবহার করে সময় বাঁচাতে চান। তবে আজ তাদের বিকল্প পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হবে।
ঈদের দিন এই বিরতির কারণে নগরবাসীদের সাময়িক কিছু অসুবিধা হলেও মেট্রো রেল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা পবিত্র ঈদুল আজহার আনন্দে পরিবার-পরিজনের সঙ্গে অংশ নিতে পারছেন।
ডিএমটিসিএল জানিয়েছে, ৯ জুন থেকে মেট্রো রেল চলবে নিয়মিত সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী। ফলে ঈদের ছুটি শেষে যারা কর্মস্থলে ফিরবেন বা দৈনন্দিন কাজে বের হবেন, তারা স্বাভাবিকভাবেই মেট্রো রেল ব্যবহার করতে পারবেন।