Wednesday, July 2, 2025
Homeখেলাধুলানতুন অধিনায়ক মিরাজ জানালেন, ড্রেসিংরুমে নেতৃত্ব নিয়ে কোনও আলোচনা হয় না

নতুন অধিনায়ক মিরাজ জানালেন, ড্রেসিংরুমে নেতৃত্ব নিয়ে কোনও আলোচনা হয় না

নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, ড্রেসিংরুমে নেতৃত্ব নিয়ে কোনও আলোচনা নেই, টিম ও পারফরম্যান্সই মুখ্য

বাংলাদেশের নতুন ওডিআই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, দলের ড্রেসিংরুমে নেতৃত্ব নিয়ে কোনও আলোচনা হয় না। বরং দলের স্বার্থেই সকলেই কাজ করছেন বলে জানান তিনি।

আগামী ২ জুলাই থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হচ্ছে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মিরাজ এসব কথা বলেন।

গত ১২ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হঠাৎ করেই নাজমুল হোসেন শান্তকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরিয়ে মিরাজকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয় দুজনের সম্পর্ক এবং দলের ভেতরের পরিবেশ নিয়ে।

তবে মিরাজ সাফ জানিয়ে দিলেন, ড্রেসিংরুমে এসব নিয়ে কোনও আলোচনা হয় না। তিনি বলেন, “নেতৃত্ব নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমাদের ভেতরে এসব নিয়ে আলোচনা হয় না। আমাদের কাজ হচ্ছে দলের জন্য খেলাটা নিশ্চিত করা ও নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়া।”

নিজের এবং দলের পারফরম্যান্স নিয়েই বেশি মনোযোগী মিরাজ। তিনি আরও বলেন, “যখন শান্ত অধিনায়ক ছিল, আমি তাকে সাহায্য করেছি। এর আগেও যারা অধিনায়ক ছিলেন, তাদের অধীনে পারফর্ম করার চেষ্টা করেছি। প্রতিটি দলে একজন অধিনায়ক থাকে, কিন্তু প্রত্যেককে ভালো খেলতে হয়। সবাই ভালো করলে দেশ ভালো করে। দল আগে, বাংলাদেশ আগে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, মিরাজ এর আগে চারটি ওডিআই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তবে জয় আসেনি একটিতেও। এবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তার চ্যালেঞ্জ শুরু হচ্ছে।

দলের পরিবেশ ও পারস্পরিক সম্মান নিয়ে মিরাজের এই মন্তব্য ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের কাছে।

RELATED NEWS

Latest News