Saturday, June 21, 2025
Homeখেলাধুলাক্রিকেটআইপিএলে অভিষেকেই নজর কাড়লেন Matthew Breetzke

আইপিএলে অভিষেকেই নজর কাড়লেন Matthew Breetzke

ঢাকা, ২৮ মে, ২০২৫ (ডেপ্রবা) : ভারতের লখনউর একানা স্টেডিয়ামে আজকের আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিটস্কির। লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে মাঠে নামা এই ২৬ বছর বয়সী ক্রিকেটার স্বল্প সময়েই নিজেকে চিনিয়ে দিলেন।

প্রথম বলেই সিঙ্গেল নিয়ে শুরু করেন ব্রিটস্কি। এরপর তৃতীয় বলে লেগ সাইডে স্কয়ারের সামনে চমৎকারভাবে চার মারেন। পঞ্চম ডেলিভারিতে সামনে পা বাড়িয়ে বল তুলে দেন লং অন দিয়ে সোজা ছয়ের গ্যালারিতে। যদিও তার ইনিংস খুব বেশি সময় স্থায়ী হয়নি। নুয়ান থুশারার একটি ফুল টস ড্রাইভ করতে গিয়ে বল মিস করেন এবং বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ব্রিটস্কি ১২ বলে করেন ১৪ রান, যার মধ্যে ছিল একটি চার ও একটি ছয়। তার স্ট্রাইক রেট ছিল ১১৬.৬৭।

আরও পড়ুন:

জাতীয় দলের হয়ে ব্রিটস্কির আন্তর্জাতিক পথচলা শুরু হয় গত বছর। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় তার। এরপর ১০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে তিনি করেন ১৫১ রান, গড় ১৬.৭৭, একটি হাফ-সেঞ্চুরি সহ।

২০২৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ওয়ানডে অভিষেক হয় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে এখন পর্যন্ত ২ ম্যাচে ২৩৩ রান করেন তিনি, গড় ১১৬.৫। সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের।

আইপিএলের চলতি আসরের নিলামে ম্যাথিউ ব্রিটস্কিকে ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ায় লখনউ সুপার জায়ান্টস। আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি আজকের ম্যাচে তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

ক্রিকেটপ্রেমীদের জন্য এ এক নতুন নাম হলেও, Matthew Breetzke হতে পারেন ভবিষ্যতের বড় তারকা। আইপিএলে এই শুরু তার দীর্ঘ পথচলার সূচনাই হতে পারে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • আইপিএল

RELATED NEWS

Latest News