মাস্টারকার্ড ও ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) যৌথভাবে বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে। শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ ম্যানসুর নতুন এই কার্ডের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরুদ, বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর জাকির হাসান চৌধুরী, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার এবং মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ডটি ‘ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড’ পোর্টফোলিওর আওতায় চালু করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে উন্নত বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রযুক্তি, যার মাধ্যমে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই লেনদেন করা যাবে, পিন বা সই করার প্রয়োজন পড়বে না।
কার্ডধারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্ডের মধ্যেই সংরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য এবং প্রতিটি লেনদেন নিশ্চিত হবে তাদের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে। বাড়িতে বসেই একটি কিট ব্যবহার করে গ্রাহক সহজেই নিজের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে পারবেন।
কার্ডটিতে সংযুক্ত থাকবে মাস্টারকার্ড আইডেনটিটি থেফট প্রোটেকশন সেবা, যা অনলাইনে পরিচয় চুরির আশঙ্কা কমাতে নিয়মিত নজরদারি চালাবে।
এছাড়াও, এই এক্সক্লুসিভ কার্ডটির মাধ্যমে কার্ডধারীরা উপভোগ করতে পারবেন বিলাসবহুল হোটেলে এক রাতের ফ্রি স্টে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা রেস্তোরাঁয় বিনামূল্যে গুরমে ডিনার, মারিনা বে স্যান্ডস সিঙ্গাপুরে ছাদের ওপরে ডাইনিংয়ের সুযোগ, ৪৬টি প্রিমিয়াম গলফ ক্লাবে প্রবেশাধিকার এবং আরও নানা সুবিধা।
অতিরিক্ত সুবিধার মধ্যে থাকবে ফ্লেক্সিরোামের মাধ্যমে বিশ্বব্যাপী ডাটা রোমিং, হার্টজ থেকে ছাড়মূল্যে গাড়ি ভাড়া, ইউনিওয়ার্ল্ড রিভার ক্রুজে ১,০০০ ডলার ছাড়, এবং জিএইচএ ডিসকভারি, হোটেলাক্স, উইন্ডহ্যাম রিওয়ার্ডস ও আই প্রেফার প্রভৃতি হোটেল লয়্যালটি প্রোগ্রামে দ্রুত এলিট সদস্যপদ।
কার্ডধারীরা মাস্টারকার্ড লাউঞ্জকি প্রোগ্রামের মাধ্যমে বিশ্বব্যাপী ১,৩০০টির বেশি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার করতে পারবেন, যার মধ্যে দেশের নির্ধারিত লাউঞ্জগুলিও অন্তর্ভুক্ত থাকবে।
ইবিএল সিইও আলী রেজা ইফতেখার বলেন, “বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড চালু করে আমরা উদ্ভাবন ও গ্রাহকসেবায় নতুন মাইলফলক স্থাপন করলাম।”
মাস্টারকার্ড কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “উন্নত নিরাপত্তা ও বিলাসবহুল ডিজাইনের মাধ্যমে এই কার্ড আগামী দিনের পেমেন্ট ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করবে।”
এছাড়াও ২৪ ঘণ্টার কনসিয়ার্জ সেবা থাকবে, যা কার্ডধারীদের বিশ্বব্যাপী যেকোনো জায়গায় প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে।
আইডিইএক্স বায়োমেট্রিকসের সিইও আন্দারস স্টরব্রেটেন এবং ইনফিনিয়ন টেকনোলজিসের পণ্য পরিচালক টলগাহান ইয়িলদিজ এই নতুন কার্ড প্রযুক্তিকে ‘গ্রাহকদের জন্য বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেন।