বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ দারুণ সূচনা করেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে দলটি। ম্যাচে বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।
প্রথম ওভারেই মারুফা পরপর দুই বলে পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেল ও ইন-ফর্ম ব্যাটার সিদরা আমিনকে বোল্ড করে দেন। তার আগুনে বোলিংয়ে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ে। শেষ পর্যন্ত পাকিস্তান দল মাত্র ১২৯ রানে অলআউট হয়।
বাংলাদেশ দল ৩২ ওভারেই ৭ উইকেট হাতে রেখে সহজেই লক্ষ্য তাড়া করে জয় পায়।
মারুফার এই দুর্দান্ত সূচনা বাংলাদেশের জন্য নিখুঁত মঞ্চ তৈরি করে দেয়। ম্যাচ শেষে তাকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়, তার বোলিং ফিগার ছিল ২ উইকেটে ৩১ রান।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ম্যাচ শেষে বলেন, “মারুফা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা পেসার হতে পারে। আগের অনেক ভালো পেসার আমরা পেয়েছি, কিন্তু মারুফা যে সুযোগ ও এক্সপোজার পাচ্ছে, তা আগে কেউ পায়নি।”
তবে অধিনায়ক তরুণ এই বোলারকে ফোকাস ধরে রাখার পরামর্শও দেন। তিনি বলেন, “তার এখন শুধু বিশ্বকাপের দিকে মনোযোগী থাকা উচিত। বাইরের আলোচনা বা প্রশংসা যেন তার পারফরম্যান্সে প্রভাব না ফেলে।”
আগামী ৭ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কন্ডিশনের পরিবর্তন মাথায় রেখে দলে কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক জ্যোতি।
তিনি বলেন, “ইংল্যান্ড দলে অনেক ডানহাতি ব্যাটার আছে। তাই উইকেট ও পরিস্থিতি অনুযায়ী দলে কিছু পরিবর্তন হতে পারে। আমরা সর্বোত্তম একাদশ নিয়েই নামব।”
অন্যদিকে, ইংল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় মাঠে নামবে। ফলে গৌহাটির ম্যাচটি হবে দুই জয়ী দলের লড়াই।