প্রিমিয়ার লিগে শনিবার দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ৫–১ গোলে হারিয়ে সহজ জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচে নরওয়েজিয়ান স্ট্রাইকার এরলিং হলান্ড করেছেন জোড়া গোল, আর বার্নলির ফরাসি ডিফেন্ডার ম্যাক্সিম এসতে আত্মঘাতী করেছেন দুটি গোল।
খেলার শুরুতেই এগিয়ে যায় সিটি। ১১তম মিনিটে জেরেমি ডোকুর শট ফিরিয়ে দেন বার্নলি গোলরক্ষক মার্টিন দুব্রাভকা। কিন্তু ক্লিয়ার করতে গিয়ে বল ফিল ফোডেনের সামনে চলে আসে। বিপদ সামলাতে গিয়ে এসতের পায়ে লেগে বল ঢুকে যায় জালে।
৩৮তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় বার্নলি। জেইডন অ্যান্থনির শট রুবেন দিয়াসের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখায় সিটি। ৬১তম মিনিটে হলান্ডের হেড থেকে বল পেয়ে কাছ থেকে গোল করেন মাতেউস নুনেস। মাত্র চার মিনিট পর আবারো দুর্ভাগ্যের শিকার হয় বার্নলি। অস্কার ববের শট এসতের গায়ে লেগে জালে ঢুকে যায়। এ নিয়ে তার দ্বিতীয় আত্মঘাতী গোল সম্পূর্ণ হয়।
শেষ দিকে রঙিন মুহূর্ত নিয়ে আসেন হলান্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে এবং অতিরিক্ত সময়ে দুটি গোল করে ব্যবধান বাড়ান তিনি।
এই জয়ে প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এসতের দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলের কারণে ভেঙে পড়ল বার্নলি।