১৫ বাংলাদেশিসহ ১১৩ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। অভিবাসন সংক্রান্ত অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তাদের ফেরত পাঠানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত পাঠানো সবাইকে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
সোমবার জোহর রাজ্য অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, চলতি মাসের শুরুতে জোহরের পাইনঅ্যাপেল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। অভিবাসন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত হওয়ার অর্থ হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে তারা আর মালয়েশিয়ায় ফিরতে পারবেন না।
ফেরত পাঠানোদের মধ্যে ১৫ জন বাংলাদেশি ছাড়াও রয়েছেন মিয়ানমারের ৬০ জন, ভারতের ১৫ জন, পাকিস্তানের ১১ জন, নেপালের পাঁচজন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের দুজন করে এবং কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার একজন করে নাগরিক।
