মালয়েশিয়া অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে কারাদণ্ড ভোগের পর ১৫ বাংলাদেশিসহ ১১৩ জন বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। তাদের সবাইকে পুনরায় প্রবেশে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সোমবার জোহর রাজ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়, এই মাসের শুরুতে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন সিস্টেমে কালো তালিকাভুক্ত হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়ায় ফিরতে পারবেন না।
১৫ বাংলাদেশি ছাড়াও ফেরত পাঠানোদের মধ্যে ৬০ জন মিয়ানমারের, ১৫ জন ভারতের, ১১ জন পাকিস্তানের, পাঁচজন নেপালের, দুজন করে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের এবং একজন করে কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের কারণে প্রায়ই বিদেশি নাগরিকদের আটক, কারাদণ্ড ও দেশে ফেরত পাঠানো হয়। এ ধরনের পদক্ষেপ অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন।
