Tuesday, July 1, 2025
Homeঅর্থ-বাণিজ্যবিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান, নির্বাচিত হয়েছে পূর্ণ কমিটি

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান, নির্বাচিত হয়েছে পূর্ণ কমিটি

২০২৫-২০২৭ মেয়াদে সভাপতি নির্বাচিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে পূর্ণ কমিটি

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন ফোরাম প্যানেলের নেতা ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।

শনিবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিএমইএ নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে। এতে বলা হয়, প্রতিটি পদে নির্ধারিত সময়ের মধ্যে কেবল একটি বৈধ মনোনয়নপত্র জমা পড়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এবং কোনোরূপ আপিলও দাখিল হয়নি। ফলে মাহমুদ হাসান খানসহ সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে প্রথম সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম রহমান, সিনিয়র সহসভাপতি হয়েছেন ইনামুল হক খান, সহসভাপতি হয়েছেন মো. রেজওয়ান সেলিম এবং অর্থ বিষয়ক সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান।

অন্যান্য সহসভাপতির দায়িত্ব পেয়েছেন বিদ্যা অমৃত খান, মো. সেহাব উদ্দিন চৌধুরী এবং মো. রফিক চৌধুরী।

নির্বাচন বোর্ডের বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, সচিব মাহমুদুল হাসান এবং সদস্য আশরাফ আহমেদ ও সাইয়েদ আফজাল হাসান উদ্দিন।

উল্লেখ্য, গত ৩১ মে অনুষ্ঠিত বিজিএমইএর পরিচালক নির্বাচনে মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন ফোরাম প্যানেল ৩৫টি পদের মধ্যে ৩১টি পদে বিজয়ী হয়। অপরদিকে, সম্মিলিত পরিষদ প্যানেল জয়ী হয় ৪টি পদে।

ঢাকায় র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ভোটে ১ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যেখানে ১০৩টি ভোট বাতিল হয়। চট্টগ্রামে ৩০৩ ভোটারের মধ্যে ভোট দেন ২৪৮ জন, ছয়টি ভোট বাতিল হয়।

বিজিএমইএর সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের মার্চে। তবে ওই সময়ের সভাপতি এস এম ম্যানান কোচি প্রধানমন্ত্রীর পদত্যাগের কয়েক মাস পর, গত অক্টোবর মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

পোশাক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংগঠনের নেতৃত্ব বদলের এই পর্ব নতুন দিক নির্দেশনার আভাস দিচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

RELATED NEWS

Latest News