এলজিআরডি ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ শোজিব ভূঁইয়ার ব্যাগ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার হওয়া গুলি ভর্তি ম্যাগাজিনটি একে-৪৭ রাইফেলের নয় বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি একটি ম্যাগাজিন ছিল, তবে একে-৪৭ নয়। কীভাবে এটি প্রাথমিক নিরাপত্তা চেকিংয়ে ধরা পড়েনি, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
শনিবার এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের ট্র্যাভেল ব্যাগ থেকে একটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এরপর যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভি ফুটেজ পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়।
এ ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ। উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “ঘটনার গুরুত্ব বিবেচনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, আগামী জুলাই ও আগস্ট মাসে ২০২৪ সালের গণজাগরণ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার রামচন্দ্রপুর পাঁচকিট্টা গ্রামে ২৫ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হন। ঘটনার ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।