ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী সোমবার (১৩ অক্টোবর) মিসর সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নেবেন তিনি। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস।
এলিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় তৈরি এ শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, সকল জিম্মির মুক্তি নিশ্চিত করা এবং সেখানে পূর্ণ মানবিক সহায়তা পুনরায় চালু করা।
ম্যাক্রোঁ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে বৈঠক করে পরিকল্পনাটির বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও পুনর্গঠনের ভিত্তি হিসেবে দুই রাষ্ট্র সমাধানের প্রতি ফ্রান্সের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করবেন বলে জানানো হয়েছে।
আরো পড়ুন: গাজায় ফেরার ঢল, সোমবার শুরু হচ্ছে বন্দি বিনিময় প্রক্রিয়া
ফ্রান্স শুরু থেকেই গাজা সংকটে শান্তিপূর্ণ সমাধান ও মানবিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। ম্যাক্রোঁর এই সফরকে সেই কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।