Saturday, November 22, 2025
Homeখেলাধুলালিভারপুলে ফিরছেন অ্যালিসন, নটিংহাম ফরেস্ট ম্যাচে শুরু করবেন

লিভারপুলে ফিরছেন অ্যালিসন, নটিংহাম ফরেস্ট ম্যাচে শুরু করবেন

৮ ম্যাচ মিসের পর হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফিরছেন ব্রাজিলিয়ান গোলকিপার, উইর্টজ-ব্র্যাডলি-ফ্রিমপং ছিটকে

শনিবার নটিংহাম ফরেস্টের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে লিভারপুলের প্রথম একাদশে ফিরছেন গোলকিপার অ্যালিসন বেকার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত ৮ ম্যাচ মিস করা ব্রাজিলিয়ান তারকা পুরোপুরি ফিট হয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছেন ম্যানেজার আরনে স্লট।

স্লট বলেন, “অ্যালিসন গত সপ্তাহ ও এই সপ্তাহ পুরোদমে অনুশীলন করেছে। আজকের অনুশীলনও ভালো যায় তাহলে কাল সে খেলতে পারবে।”

৩০ সেপ্টেম্বর গালাতাসারায়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন অ্যালিসন। এর মধ্যে জর্জি মামারদাশভিলি তার জায়গায় দারুণ পারফর্ম করেছেন। গত দুই মৌসুমেই হ্যামস্ট্রিং সমস্যায় দীর্ঘদিন ছিটকে গিয়েছিলেন অ্যালিসন—গত মৌসুমে প্রায় আড়াই মাস।

তবে খারাপ খবরও আছে। আন্তর্জাতিক দায়িত্ব থেকে ফিরে পেশিতে সমস্যা নিয়ে ছিটকে গেছেন ফ্লোরিয়ান উইর্টজ ও কনর ব্র্যাডলি। স্লট বলেন, “এটা একদমই আদর্শ নয়।”

  • কনর ব্র্যাডলি (উত্তর আয়ারল্যান্ড) সম্ভবত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
  • ফ্লোরিয়ান উইর্টজ (জার্মানি) বুধবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ফিরতে পারেন।
  • রাইট ব্যাক জেরেমি ফ্রিমপংও পরের দুই সপ্তাহ খেলতে পারবেন না।

স্লট হেসে সাংবাদিকদের বলেন, “এখন দেখা যাক আপনারা রাইট ব্যাক পজিশনে কাকে দেখতে চান!”

RELATED NEWS

Latest News