বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক লিটন দাস ভারতের বিপক্ষে সুপার ফোর ম্যাচের আগে চোটে পড়েছেন। সোমবার দুবাইয়ে অনুশীলনের সময় নেটে ব্যাটিং করার সময় তিনি হঠাৎ করে বাঁ পাশের কোমরে টান অনুভব করেন।
টিম ফিজিও বাজিদুল ইসলাম প্রাথমিক পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর লিটন আর অনুশীলনে অংশ নেননি। তিনি ভারতের বিপক্ষে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।
আগামী বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর পরের দিন একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে দলটি।
এ পর্যন্ত চলতি আসরে চার ম্যাচে ১১৯ রান করেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তার গড় ২৯ দশমিক ৭৫ এবং স্ট্রাইক রেট ১২৯ দশমিক ৩৪।