Thursday, June 12, 2025
Homeঅর্থ-বাণিজ্যআইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আতঙ্কে ব্যবসায়ীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আতঙ্কে ব্যবসায়ীরা

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আট মাস পেরিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। বরং তারা বলছেন, প্রতিদিনই আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এবং এতে ব্যবসা পরিচালনায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

বুধবার (২২ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা।

মতিঝিলের ডিসিসিআই ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, “চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি ও পরিবহন ঝুঁকির কারণে ব্যবসায়ীরা আজ আস্থা হারিয়ে ফেলছেন। দেশে বিনিয়োগ আনতে হলে প্রথমেই স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার একদিকে বিদেশি বিনিয়োগ আনতে চায়, অন্যদিকে উদ্যোক্তারা বিদ্যুৎ ও গ্যাস পাচ্ছেন না, সুদের হার বাড়ছে, নিরাপত্তা নেই। এভাবে ব্যবসা টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে।”

সভায় আলোচকরা জানান, রাজধানীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ট্রাক ছিনতাই, দালাল সিন্ডিকেট, যানজট ও কিশোর গ্যাংয়ের উৎপাত ব্যবসায়িক কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাসেম বলেন, “মাঝেমধ্যে মহাসড়ক থেকে চিনির ট্রাক ছিনতাই হয়। রাস্তায় বের হলেই ভয় লাগে। এভাবে ব্যবসা করা যায় না।”

ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, “মৌলভীবাজার এলাকায় ট্রাকস্ট্যান্ড অনিয়ন্ত্রিত হওয়ায় বাবুবাজার ব্রিজে যানজট ভয়াবহ। দালালদের মাধ্যমে ট্রাক ভাড়া করতে হচ্ছে, এতে খরচ বাড়ছে।”

মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুৎফুর রহমান অভিযোগ করেন, “পুলিশের সামনে ছিনতাইকারীরা ঘুরে বেড়ায়। অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয় না।”

সভায় আরও বক্তব্য দেন ডাল ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি নেসার উদ্দিন, ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম, সাবেক সহসভাপতি আবু হোরায়রাহ, ব্যবসায়ী নেতা ফয়েজউদ্দিন, নজরুল ইসলামসহ অনেকে।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে যেন জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে চাঁদাবাজি ও অপরাধ দমনে কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা ও মোবাইল টিম চালুরও দাবি জানান।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে। এই সময়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন সময়ের দাবি।

RELATED NEWS

Latest News