প্রকাশিত: ২৫ মে ২০২৫, ২:০১ এএম; আপডেট: ২৫ মে ২০২৫, ২:১০ এএম
সিলেট প্রতিবেদক
সিলেটের ঐতিহ্যবাহী লালাবাজার গরুর হাটে শনিবার দেখা গেল জমজমাট বেচাকেনা। দেশি গরুর পসরা, বিদেশি গরুর উপস্থিতি, আর ভিড়ের মধ্যেই চলছিল দফায় দফায় দর কষাকষি।
হাটে উপস্থিত বিক্রেতারা জানিয়েছেন, এবারের হাটে দেশি গরুর চাহিদা তুলনামূলক বেশি। গরুর ওজন ও জাত ভেদে দাম শুরু হচ্ছে প্রায় ১ লাখ টাকা থেকে, বড় গরুর দাম ২ লাখ থেকে ২২ লাখ টাকাও হাঁকা হচ্ছে।
এক বিক্রেতা বলেন, “আমার গরুর দাম আড়াই লাখ চেয়েছি, তবে কাস্টমার বলছে দুই লাখ।” হাটে খালেদ নামের এক খামারির দুটি গরুর দাম হাঁকা হয়েছে যথাক্রমে ১৩ লাখ ও ২২ লাখ টাকা।
ছোট গরু এবং মাঝারি ওজনের দেশি গরু ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয়। বেশিরভাগ ক্রেতা এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে গরু কিনতেই আগ্রহী।
গরু ছাড়াও হাটে ছাগলের বিক্রিও কম ছিল না। একটি মাঝারি আকৃতির ছাগলের দাম চাওয়া হচ্ছে ২৫ হাজার টাকা।
হাট পরিচালনা কমিটি জানায়, প্রতিদিন হাট চললেও শনিবার ও মঙ্গলবার বড় হাট বসে। দেশি-বিদেশি খামারিদের আগমন, পর্যাপ্ত খালি জায়গা, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তার কারণে লালাবাজার গরুর হাটে সারাদেশ থেকেই ক্রেতারা আসেন।
এক ক্রেতা জানান, “গরুর দাম কিছুটা বেশি হলেও দেশি গরু দেখে ভালো লাগছে। হাটে সার্ভিস ভালো, খামারিরাও অনেক আন্তরিক।”
বিক্রেতারা বলেন, “গরুর খাদ্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম একটু বেশি হলেও ক্রেতারা দরদাম করে নিচ্ছেন। বিক্রি মোটামুটি স্থিতিশীল।”
আরও পড়ুন:
লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশ-বিদেশ থেকে ক্রেতারাও অংশ নিচ্ছেন হাট পর্যবেক্ষণে। কেউ কেউ লন্ডন, সৌদি আরব থেকেও গরুর খোঁজখবর নিচ্ছেন বলে জানান লাইভে যুক্ত একজন বিক্রেতা।
হাটে আগত দর্শক ও ক্রেতারা জানান, এক মাস আগেও যে গরুর দাম ছিল ১ লাখ, সেটি এখন ১ লাখ ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
সবমিলিয়ে বলা যায়, কোরবানির ঈদ সামনে রেখে লালাবাজার গরুর হাটে প্রস্তুতি পুরোদমে চলছে। নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ক্রেতাসেবায় আরও উন্নয়ন আশা করছেন সবাই।
পরবর্তী হাটের দিন মঙ্গলবার, তখনও আরও বড় পরিসরে বেচাকেনা হবে বলে ধারণা করছে হাট কর্তৃপক্ষ।