রোহিঙ্গা শিশুদের শিক্ষায় সহায়তার জন্য বাংলাদেশে কার্যরত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান এএসইএবি’কে (ASEAB) ৫ হাজার ইউরো অনুদান দেবে কসোভো সরকার। এ লক্ষ্যে সোমবার (২৯ অক্টোবর) ঢাকায় এক সমঝোতা স্মারক (MoC) স্বাক্ষরিত হয়।
চুক্তিতে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা ও এএসইএবি’র নির্বাহী পরিচালক মাহফুজা খানম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সামরিক নির্যাতনের পর থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে অবস্থান করছে।
এই সহযোগিতার মাধ্যমে কসোভো রোহিঙ্গা শিশুদের জন্য স্কুলের বেঞ্চ, ব্যাগ ও পানির পাত্র সরবরাহে অর্থায়ন করবে, যা কক্সবাজারের বিভিন্ন কমিউনিটি লার্নিং সেন্টারে বিতরণ করা হবে বলে জানায় কসোভো দূতাবাস।
রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, “বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কসোভো রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকবে। শিক্ষা শুধু একটি অধিকার নয়, এটি আশার সেতুবন্ধনও।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, “রোহিঙ্গাদের প্রতি কসোভোর এই সহায়তা তাদের মানবিক সহানুভূতির প্রকাশ।”
এএসইএবি’র নির্বাহী পরিচালক মাহফুজা খানম বলেন, “এই সহায়তা কেবল অর্থ নয়, এটি মানবতা ও মর্যাদার প্রতি যৌথ প্রতিশ্রুতির প্রতীক। আমরা প্রকল্প বাস্তবায়নে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখব।”
এই উদ্যোগ কসোভো ও বাংলাদেশের মধ্যে মানবিকতা, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে বলে জানায় কসোভো দূতাবাস।
