টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানি চোয়ালে চোট পেয়ে এই মাসের বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্স দলের বাইরে চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের ম্যাচে প্রথমার্ধ শেষে তাকে বদলি করা হয়। টটেনহ্যাম কোচ থমাস ফ্র্যাঙ্ক শুরুতে বলেছিলেন, চোটটি “বড় কিছু নয়”, কিন্তু পরে ফরাসি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্ক্যানের ফলে তার চোয়ালে ফ্র্যাকচার ধরা পড়ে।
রবিবার এক বিবৃতিতে এফএফএফ জানায়, “শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলায় টটেনহ্যাম ফরোয়ার্ড নিচের চোয়ালে চোট পেয়েছেন। চিকিৎসক ফ্রাঁক লে গাল টটেনহ্যামের চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর জানান, মুয়ানিকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”
তার পরিবর্তে আরসি লঁসের উইঙ্গার ফ্লোরিয়ান থোভাঁকে দলে ডেকেছেন কোচ দিদিয়ের দেশঁ।
২৬ বছর বয়সী মুয়ানির এটি ছিল জুনের পর জাতীয় দলে প্রথম ডাক। এর আগে শেষ দুটি স্কোয়াডে জায়গা পাননি তিনি। ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৯ গোল করেছেন এই ফরোয়ার্ড।
ফ্রান্স দল ইতোমধ্যেই ইনজুরিতে ভুগছে। প্যারিস সেন্ট জার্মেইনের দুই খেলোয়াড় দেজিরে দোয়ে ও উসমান দেম্বেলেও চোটের কারণে বাইরে আছেন।
গ্রুপ ডি’তে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ২০১৮ সালের বিশ্বকাপজয়ীরা। তারা বৃহস্পতিবার পার্ক দে প্রিন্সে ইউক্রেনের মুখোমুখি হবে, এরপর তিন দিন পর আজারবাইজানের বিপক্ষে খেলবে।
ইউক্রেনের বিপক্ষে জিতলেই ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে ফ্রান্স।
