প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বৃহস্পতিবার স্পেনের উত্তরে একটি মোটরওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সী জোতা এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান।
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান দুই ভাই।
ক্লপ, যিনি বর্তমানে রেড বুলের গ্লোবাল ফুটবল বিভাগের প্রধান, ২০২০ সালে জোটাকে লিভারপুলে আনার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ওলভারহ্যাম্পটনের হয়ে জোতার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ক্লাব বোর্ডকে রাজি করিয়ে ৪৫ মিলিয়ন পাউন্ডে তাকে দলে ভেড়ান ক্লপ।
ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে ক্লপ লেখেন, “এটা এমন এক মুহূর্ত, যখন আমার শব্দ খুঁজে পাওয়া কঠিন। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় উদ্দেশ্য আছে, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি ভেঙে পড়েছি, দিয়োগো আর তার ভাই আন্দ্রের মৃত্যু সংবাদ শুনে।”
আরও পড়ুন: দিয়োগো জোটা সড়ক দুর্ঘটনায় নিহত, লিভারপুল ও পর্তুগাল ফুটবল বিশ্বে শোক
“দিয়োগো শুধু অসাধারণ একজন খেলোয়াড়ই ছিল না, সে ছিল একজন দারুণ বন্ধু, ভালোবাসায় পরিপূর্ণ স্বামী এবং যত্নশীল পিতা। আমরা তোমাকে ভীষণভাবে মিস করব। রুটে, সন্তানরা, পরিবার এবং যারা তাকে ভালোবাসতো—সবার প্রতি আমার প্রার্থনা, সহানুভূতি ও শক্তি রইল। শান্তিতে ঘুমাও, দিয়োগো।”
ক্লপের হাত ধরেই লিভারপুলে পা রাখার পর প্রথম চারটি হোম ম্যাচে গোল করে ইতিহাস গড়েছিলেন জোতা। ২০২১/২২ মৌসুমে ক্লাবের লিগ কাপ ও এফএ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেবার খুব অল্প ব্যবধানে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি লিভারপুলের, আর তা হলে ক্লাব ইতিহাসের প্রথম কোয়াড্রপল জয়ের কীর্তি হতে পারত।
জোতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লিভারপুল ও ফুটবল বিশ্বে। তার সাবেক কোচ ক্লপের আবেগঘন প্রতিক্রিয়া সেটিরই বহিঃপ্রকাশ।