বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছেন।
বিএনপি মিডিয়া সেল সদস্য সায়রুল কবির খান জানান, রাত প্রায় ১১টার দিকে খালেদা জিয়ার মোটরকেড সমাধিস্থলে পৌঁছায়।
গাড়ির ভেতর বসে তিনি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বলে জানায় দলীয় সূত্র।
খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রয়াত ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর সাঈদ এস্কান্দারের স্ত্রী এবং ছোট ভাই প্রকৌশলী শামিম এস্কান্দারের স্ত্রী।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. জাফর আহমেদ, চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এ বি এম আব্দুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামসুল ইসলাম, বিএনপি ফ্যামিলি কনভেনার আতিউর রহমান রুম্মানসহ দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের পর এটিই ছিল খালেদা জিয়ার জিয়াউর রহমানের সমাধিতে প্রথম সফর।
